প্রচ্ছদ বিশেষ খবর করোনা ভাইরাস : চীনে মৃত্যুর সংখ্যা সাড়ে ৫শ’ র উপরে

করোনা ভাইরাস : চীনে মৃত্যুর সংখ্যা সাড়ে ৫শ’ র উপরে

0
করোনা ভাইরাসে

চীনজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, এ ভাইরাসে মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জনে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪৯২ জন। একদিনের ব্যবধানে আরও ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ৪২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেড়েছে।

জানা যায়, করোনা ভাইরাসে চীনে বেশিরভাগ মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। এই প্রদেশের প্রায় ২ কোটি মানুষকে অন্য অঞ্চল থেকে আলাদা করা হয়েছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version