প্রচ্ছদ বিশেষ খবর গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

0
আগুন
ছবি প্রতীকী

গাজীপুরের জিরানী এলাকায় নর্দান ফ্যাশন লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ ফ্যাব্রিস ও কারখানার মেশিনপত্র পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ৫ শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যে ৬টার দিকে কারখানার তৃতীয় তলায় কাটিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে,তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সন্ধা ৬টার দিকে ওই কারখানার ৩য় তলায় কাটিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয় । মুহূর্তের মধ্যে আগুন ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে ৩লায় থাকায় থাকা বিপুল পরিমাণ ফেব্রিক্স ও মেশিনপত্র পুড়ে যায়। সাভার ইপিজেড, কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং আগুন নেভাতে গিয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম হৃদয় (৩৫) ও কাটিং সেকশনের শ্রমিক সোহেল(২৭)সহ অন্তত ৫ শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version