প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংকের ইও ১০ ব্যাচের যুগপূর্তি উদযাপিত

জনতা ব্যাংকের ইও ১০ ব্যাচের যুগপূর্তি উদযাপিত

0

জনতা ব্যাংকে ২০১০ সালে এক্সিকিউটিভ অফিসার (সিনিয়র অফিসার) হিসেবে যোগদানকারীদের সংগঠন ’ইও-১০’ এর একযুগ পূর্তি ও মিলনমেলা সম্প্রতি (২৭.০১.২০২৩) ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক শেখ হুসাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের ৭২৯ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ হতে ব্যাংকের খেলাপি ঋণ হ্রাস, আমানত বৃদ্ধি, রেমিট্যান্স আহরণ ও রপ্তানী খাতে ব্যবসা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ব্যান্ড ডিফারেন্ট টাচ এবং নিশিতা বড়–য়া সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version