প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ ও ব্যাংকিং...

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ ও ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন

0

সম্প্রতি ‘২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২০’ এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এটিএম ও ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত এটিএম বুথ ও ব্যাংকিং বুথের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, এসইভিপি ও দিলকুশা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মাসুুদুর রহমান শাহ, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শাহাজাদা বসুনিয়া, কার্ড ডিভিশনের প্রধান জনাব তানভীর আহমদ চৌধুরী ও রিংরোড শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সাইমুম পাশা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর গৌরবাজ্জ্বল ২০ বছরের পথ যাত্রায় সম্মানিত গ্রাককদের জন্য প্রণীত বিভিন্ন আমানত ও বিনিয়োগ সেবাসমূহের নান্দনিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বুথের সাজ-সজ্জায়। উল্লেখ্য যে, ব্যাংকের এই এটিএম বুথ থেকে (বুথ নং ০৬) যে কোন ব্যাংকের গ্রাহকগণ এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। ব্যাংকিং বুথে (বুথ নং ০৫) মেলায় আগত দর্শনার্থীরা ব্যাংকের আমানত, বিনিয়োগ, রেমিটেন্স, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য সেবা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এ ছাড়াও ব্যাংকিং বুথে যে কোন গ্রাহক ব্যাংক এ্যাকাউন্ট খুলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অত্যাধুনিক মোবাইল এ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’ ইনস্টল করলেই পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version