প্রচ্ছদ খেলাধুলা ঢাকা টেস্টের দলে ডাক পেলেন নাইম শেখ, আছেন সাকিব-তাসকিনও

ঢাকা টেস্টের দলে ডাক পেলেন নাইম শেখ, আছেন সাকিব-তাসকিনও

0
ঢাকা টেস্ট দল

ঢাকা টেস্টের দলে প্রথম ডাক পেলেন নাইম শেখ। টি-টোয়েন্টির নিয়মিত ওপেনার নাইম শেখকে নেয়া হলো এই টেস্টের দলে। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ। ডাক্তাররা তাদের দু’জনকেই ফিট বলে ঘোষণা করেছেন। প্রথম টেস্টের ১৬ জনের দলে রাখা হলেও পরে ফিট না থাকার কারণে বাদ দেয়া হয়েছিল সাকিবকে।

চট্টগ্রাম টেস্টে ওপেনাররা খুবই বাজে পারফরম্যান্স দেখিয়েছেন। দুই ইনিংসের কোনোটিতেই ওপেনাররা ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। একাদশের বাইরে ছিলেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ঢাকা টেস্টের জন্য অতিরিক্ত আরও একজন ওপেনারকে নেয়া হলো।

চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পেলেও সুস্থ হয়ে উঠেছেন ইয়াসির আলি রাব্বিও। তাকেও রাখা হয়েছে ঢাকা টেস্টের দলে। ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের জন্যই আজ ঘোষণা করা হলো ২০ জনের দল।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version