মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গত মে ০৭, ২০২৫, বুধবার, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চেয়ারম্যান (মৃত্যুকালে), প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী-এর স্মরণে “রিমেম্বারিং সৈয়দ মঞ্জুর এলাহী” শীর্ষক একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে।
সৈয়দ মঞ্জুর এলাহী (২৬ ফেব্রুয়ারি, ১৯৪২ – ১২ মার্চ, ২০২৫) ছিলেন একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা ও নীতিবান ব্যক্তিত্ব। ১৯৭৬ সালে তিনি এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন এবং পরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠা করেন। তিনি দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। শিক্ষা ও মানবাধিকারে তাঁর অবদান ছিল অসামান্য – তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং মানবাধিকার সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। জীবদ্দশায় তিনি বহু পুরস্কার লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালে ইউকেবিসিসিআই প্রদত্ত “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড”।
অনুষ্ঠানে সৈয়দ মঞ্জুর এলাহীর পরিবারবর্গ, এমটিবি’র পরিচালনা পর্ষদ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মীবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্যের মাধ্যমে স্মরণসভার উদ্বোধন করেন। এরপর এ স্মরণসভায় ”লিগ্যাসি অব লিডারশীপ” শীর্ষক একটি ভিডিও প্রদর্শন করা হয় যার মাধ্যমে সৈয়দ মঞ্জুর এলাহীর অনন্য জীবন ও নেতৃত্বগুণ তুলে ধরা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে এমটিবি’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, পরিবারবর্গ এবং ঘনিষ্ঠজনরা তাদের আবেগঘন স্মৃতিচারণ ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় যাঁরা বক্তব্য রাখেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এমটিবি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান; এমটিবি’র পরিচালক, মোঃ আব্দুল মালেক; বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন; এমটিবি’র সাবেক স্বতন্ত্র পরিচালক, এম. মোকাম্মেল হক; সাবেক সভাপতি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (আইসিসি), বাংলাদেশ ও প্রবীণ ব্যবসায়ী নেতা, মাহবুবুর রহমান এবং প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী-এর পুত্র, ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান, ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ নাসিম মঞ্জুর।
সমাপনী বক্তব্য প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে সৈয়দ মঞ্জুর এলাহীর দূরদর্শিতা, সততা, দেশপ্রেম ও সেবার মনোভাবের কথা স্মরণ করেন। তিনি এমটিবি গঠনে তাদের দীর্ঘদিনের একসাথে পথচলা সম্পর্কে তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পরিশেষে সৈয়দ মঞ্জুর এলাহীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।