প্রচ্ছদ শিল্প বানিজ্য আমদানী-রপ্তানি বন্দরে কন্টেনার ভাড়া মওকুফ ১৬ মে পর্যন্ত

বন্দরে কন্টেনার ভাড়া মওকুফ ১৬ মে পর্যন্ত

করোনাভাইরাস সঙ্কটের কারণে সৃষ্ট জট কমাতে আমদানি করা কন্টেনার ভাড়া মওকুফে দ্বিতীয় দফা সময় বাড়াল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বন্দর পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বন্দরে আসা কন্টেনারের ভাড়া শতভাগ ছাড় আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হল। খবর বিডিনিউজের।

চট্টগ্রাম বন্দর সচিব মোঃ ওমর ফারুক ভাড়া মওকুফের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৮ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ প্রথম দফায় সকল প্রকার কন্টেনারের ভাড়া ৪ মে পর্যন্ত মওকুফের ঘোষণা দিয়েছিল। আমদানিকারক ও তৈরি পোশাক শিল্প মালিকদের পুনরায় দাবি জানায় কন্টেনারের ভাড়া মওকুফের সময়সীমা বাড়ানোর। সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর বন্দরের কন্টেনার ভাড়া ছাড়ের সময়সীমাও বাড়ানো হলো। বন্দর কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস সঙ্কটে আমদানি-রফতানিকারকদের প্রণোদনা দেয়ার উদ্দেশে বন্দরে নামা কন্টেনারগুলো ১৬ মের মধ্যে ডেলিভারি নিলে ভাড়া শতভাগ মওকুফ করা হবে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version