প্রচ্ছদ বিশেষ খবর বৃহস্পতিবার থেকে বিমানবন্দর স্টেশনে যাত্রী ওঠানামা শুরু

বৃহস্পতিবার থেকে বিমানবন্দর স্টেশনে যাত্রী ওঠানামা শুরু

0

করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন খুলে দেয়া হচ্ছে। ফলে দীর্ঘদিন পর রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে ওঠানামা করতে পারবেন। একইসঙ্গে জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি করবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাস পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেয়া হয়নি।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version