প্রচ্ছদ আবাসন ভূমি মন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

ভূমি মন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

0

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল), রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা আলোচনায় অংশ নেন।

এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট ভূমি রেকর্ড ডিজিটাইজড করায় মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। একই সাথে পাওয়ার অব অ্যাটর্নি এর বিষয়ে বাস্তব অবস্থা বিবেচনায় রেখে বিদ্যমান আইন বহাল রাখার যুক্তি তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভবন নির্মাণের অংশিদারিত্বের ভিত্তিতে পাওয়ার অব অ্যাটর্নি চলমান রাখার বিষয়ে সহমত পোষণ করেন এবং স্টেক হোল্ডার হিসেবে রিহ্যাব এর বিভিন্ন অবদানের প্রশংসা করেন। একই সাথে পাওয়ার অব অ্যাটর্নির বিষয়ে রিহ্যাব এর সুপারিশগুলোকে মন্ত্রণালয়ে লিখিত আকারে জমা দেওয়ার কথা বলেন ভূমি মন্ত্রী। মন্ত্রী বলেন, ব্রিটিশ আমলের অনেক আইন সংশোধন করে নতুন নতুন সিস্টেম ডেভেলপ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এজন্য সবাইকে নতুন আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version