প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মিথ্যা ও বানোয়াট গল্প কাহিনী প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সিকদার...

মিথ্যা ও বানোয়াট গল্প কাহিনী প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সিকদার গ্রুপ সকলের প্রতি বিনীত আহবান |

0

সিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব রন হক সিকদার এর জামিন বিষয়ে বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিকর ও অসত্য রিপোর্ট প্রকাশ এর প্রেক্ষিতে সিকদার গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হচ্ছে।

সিকদার গ্রুপ মনে করে জনাব রন হক সিকদার যথাযথ আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনেই আদালতের মাধ্যমে জামিন গ্রহণ করেছেন। এক্ষেত্রে শিকদার গ্রুপ আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু কিছু পত্রিকা বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার হীন উদ্দেশ্য নিয়ে কিছু মন গড়া ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করেছে যা কখনোই পেশাদার সাংবাদিকতার দৃষ্টিতে যথাযথ ও গ্রহণযোগ্য নয়। সিকদার গ্রুপ স্পষ্টভাবে জানাতে চায় এ-সংক্রান্ত মামলাটি সম্পূর্ণ তদন্তাধীন। কিন্তু তদন্ত সম্পন্ন হবার আগেই কাউকে দোষী সাব্যস্ত করা সম্পূর্ণভাবে অন্যায় ও অনৈতিক। সিকদার গ্রুপের চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার এদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও শিল্পপতি ছিলেন। আজীবন দেশের উন্নয়নে কাজ করে গেছেন। তাই এই মুহূর্তে সকলের উচিত তার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা। সিকদার গ্রুপ মনে করে এই প্রতিষ্ঠানের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কোন একটি গোষ্ঠী সিকদার গ্রুপ এর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। রন হক সিকদার সংক্রান্ত বিভ্রান্তিকর রিপোর্ট এ ষড়যন্ত্র ও অপচেষ্টার ই অংশ। তাই মিথ্যা ও বানোয়াট গল্প কাহিনী প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সিকদার গ্রুপ সকলের প্রতি বিনীত আহবান জানাচ্ছে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version