প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সিকদার গ্রুপ এর চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার এর উদ্যোগে সুবিধা বঞ্চিত/আপদকালীন...

সিকদার গ্রুপ এর চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার এর উদ্যোগে সুবিধা বঞ্চিত/আপদকালীন কর্মহীন জনগোষ্টিকে আর্থিক সহায়তার প্রদানের বিশেষ কার্যক্রম

0

বর্তমান চলমান করোনা ভাইরাস সংক্রামনে উদ্ভুত সংকটময় পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত তথা কর্মহীন মানুষদের সহায়তা কল্পে সিকদার গ্রুপ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্যোগে পরিবার প্রতি ১০০০(এক হাজার) টাকা করে নগদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের শাখা সমূহকে বর্ণিত জনগোষ্টিকে চিহ্নিত করে নামমাত্র জমার (১০ টাকা) মাধ্যমে হিসাব খোলার ব্যবস্থা করতে নির্দেশ প্রদান করেছেন। শরিয়তপুর জেলার সকল থানাধীন সমাজের সুবিধা বঞ্চিত/কর্মহীন হয়ে পড়া মানুষদের চিহ্নিত করে আলোচ্য হিসাবসমূহ ইতোমধ্যে খোলা শুরু হয়েছে এবং আলোচ্য অনুদানের টাকাও অতিশীঘ্রই প্রদান করা হবে। এসকল হিসাব সকল প্রকার চার্জ এর আওতামুক্ত থাকবে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version