প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সিটি ব্যাংক প্রোডাক্ট আর সার্ভিসে আনছে প্রযুক্তির ছোঁয়া

সিটি ব্যাংক প্রোডাক্ট আর সার্ভিসে আনছে প্রযুক্তির ছোঁয়া

0

বৈশ্বিক এ মহামারী পরিস্থিতি মোকাবিলায় দেশি-বিদেশি অন্যান্য প্রতিষ্ঠানের মত সিটি ব্যাংকও তাদের প্রোডাক্ট আর সার্ভিসে আনছে নতুনত্ব আর যোগ করছে প্রযুক্তির ছোঁয়া। এবার সিটি ব্যাংক তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ফাইনান্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এনেছে এক অভিনব এবং সহজ মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই তাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন যেমন মেটাতে পারবেন, তেমনি ঘরে বসেই সেই টাকায় পণ্য কেনাবেচা শেষে সিটি ব্যাংককে অর্থ পরিশোধ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে ঋণ নিতে এবং ঋণ পরিশোধ করতে প্রতিবারে প্রয়োজন হবে মাত্র ৩টি সহজ ক্লিক।

এই গ্রাহকগণ হচ্ছেন বিভিন্ন স্থানীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটার (পরিবেশক) এবং রিটেইলারগণ। ২০১৯ সাল থেকে সিটি ব্যাংক তাদেরকে অর্থায়ন করে যাচ্ছে। এই গ্রাহকগণ ইতোমধ্যে সারা বছরজুড়ে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা পেয়ে থাকেন। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে তারা আরও বড় পরিসরে সেবা পাবেন। অর্থায়ন আর অর্থ পরিশোধের পুরো প্রক্রিয়ায় এখন প্রযুক্তির সংযোগ সাধিত হল। এর ফলে গ্রাহকদের ব্রাঞ্চ কিংবা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার আর প্রয়োজন হবে না।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version