প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক এর “Web Based CIB Online Reporting” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক এর “Web Based CIB Online Reporting” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

অগ্রণী ব্যাংক লিমিটেড এর আইটি এন্ড এমআইএস ডিভিশন (এমআইএস এন্ড সিআইবি) ও অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা এর যৌথ উদ্যোগে সম্প্রতি সিলেট সার্কেল সচিবালয়, সিলেট এ “Web Based CIB Online Reporting” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম উপস্থিত ছিলেন। সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ আশেক এলাহী, IT & MIS Division এর উপ-মহাব্যবস্থাপক শাহীনুর বেগম, এবিটিআই এর উপ-মহাব্যবস্থাপক এবং পরিচালক সুপ্রভা সাঈদ বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিলেট সার্কেল এর উপ-মহাব্যবস্থাপক মাহ্মুদ রেজা উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে যথাসময়ে নির্ভুলভাবে CIB রিপোর্টিং করা ও সিআইবিতে সবসময় সকল ঋণ তথ্য হালনাগাদ রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং ১০০ দিনের কর্মসূচীর জন্য কর্মকর্তাদের আরো বেশী কার্যকরী ভূমিকা রাখার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version