প্রচ্ছদ বিশেষ খবর ইউরোপে করোনায় মৃত্যু ৮ লাখ ৫০ হাজার ছাড়াল

ইউরোপে করোনায় মৃত্যু ৮ লাখ ৫০ হাজার ছাড়াল

0
করোনা ভাইরাসে

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপজুড়ে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপিয়ান ডিরেক্টর হান্স ক্লুগে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউরোপজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ চলছেই।

এই ভাইরাসে দ্রুত গতিতে সংক্রমিত হচ্ছে মানুষ। বিশেষ করে করোনার নতুন দুটি রূপ উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই দুটি রূপ পুরনো রূপকে সরিয়ে দ্রুত ছড়াচ্ছে। যদিও গেল কয়েক সপ্তাহ ধরে ইউরোপে সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা ১ মিলিয়নের নিচে নেমে এসেছে। সংক্রমণের হার কিছুটা কমেছে। আর সেটা সম্ভব হয়েছে নতুন বিধি-নিষেধ আরোপ করার কারণে।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বর্তমানে যে পরিমাণ আক্রান্ত হচ্ছে সেটা গেল বছরের মে মাসের চেয়ে ১০ গুণ বেশি। ইউরোপে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, করোনার কিছু কিছু স্ট্রেইন অনেক দিন থাকতে পারে। তাছাড়া করোনা আক্রান্তদের মধ্যে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন- অবসাদবোধ, স্মৃতি বিভ্রম ও স্নায়ুবিক সমস্যা।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version