প্রচ্ছদ বিশেষ খবর করোনায় সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারত

করোনায় সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারত

0

একের পর এক করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। নতুন করে ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে। এতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লাখেরও বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৬৯৫ জন। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৮৭৬।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬০৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৪ হাজার ৯১৫ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত এগিয়ে আছে মহারাষ্ট্র। এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬৪০। অপরদিকে, মারা গেছে ১০ হাজার ৯২৮ জন। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে মুম্বাই। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৪৭৪।

এদিকে রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৯৩। সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৯৫ হাজার মানুষ।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version