প্রচ্ছদ লাইফ স্টাইল ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে যেসব ফল খাবেন

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে যেসব ফল খাবেন

0
ত্বকের যত্নে ফল

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য সঠিক খাবারগুলো শরীরের ভেতর পৌঁছাতে হবে। শরীরের যত্ন বাইরে থেকে যতই নেন না কেন, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত ফল খেতে হবে।

আর এমন বেশ কিছু ফল রয়েছে যা খেলে আপনার ত্বক ভাল থাকবে।

আপেল: ভিটামিন এ, সি, ডায়েটারি ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর ফল আপেল। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ফ্রি র‌্যাডিকেলস দূর করে। তাই ত্বক ভালো থাকবে।

লেবু: লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা ত্বকের দাগ ছোপ দূর করে। এছাড়া শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

পেঁপে: পেঁপে খেলে অনেক উপকার পাবেন। প্রতিদিন ৬-৮ টুকরো পাকা পেঁপে খান। ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন।

কলা: কলায় রয়েছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ও প্রচুর পানি। এতে আপনার ত্বক হাইড্রেটেড থাকে এবং ব্রণের সমস্যাও কমে।

আম: ভিটামিন এ এবং সি এর ভালো উৎস যা ত্বকের টোনিং এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।

জাম্বুরা: অন্যান্য টকজাতীয় ফলের মতো এই ফল ত্বকের পরিষ্কারক হিসেবে কাজ করে। তৈলাক্ত এবং ব্রণযুক্ত ত্বকের জন্য জাম্বুরা বেশ উপকারী।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version