প্রচ্ছদ বিশেষ খবর নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে পোশাক কারখানার গোডাউনে আগুন

0
অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লেগেছে। রোববার (১৩ আগস্ট) সকালে ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় মুজিবুর মাস্টার গার্মেন্টসের গোডাউনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাপড় ও গোডাউন ভবন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার ছিঁড়ে গোডাউনের চালে পড়ে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত বিস্তারিত জানানো যাবে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version