প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকে শোকসভা

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকে শোকসভা

0
মার্কেন্টাইল ব্যাংক

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (০৯.০৮.২০২৩) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৪২৭তম মিটিংয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ মোঃ আব্দুল হান্নান, আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল। শোকসভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বৈচিত্র্যপূর্ণ কর্ম নিয়ে আলোচনা করেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

আলোচনা শেষে মোনাজাতে অংশগ্রহণকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, কোম্পানি সেক্রেটারি ও মানব সম্পদ বিভাগের প্রধান আবু আসগার জি. হারুনী প্রমুখ।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version