প্রচ্ছদ বিশেষ খবর মহাখালী ডিএনসিসি মার্কেটে বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হয়

মহাখালী ডিএনসিসি মার্কেটে বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হয়

0

সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন হাসপাতালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরবর্তী দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে।

মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, নারী ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে।

সংগৃহীত নমুনাসমূহ আইপিএইচ (ইনস্টিটিউট অব পাবলিক হেলথ), নিপসম (ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোসাল মেডিসিন) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে পরীক্ষা করা হবে।

এতে সরকার কর্তৃক নমুনা পরীক্ষা ফি বাবদ তিন হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্থাপিত বুথ থেকে প্রতিদিন এক হাজার জন বিদেশগামী যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version