প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ‘ব্যবসায় পর্যালোচনা সভা’

মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ‘ব্যবসায় পর্যালোচনা সভা’

0
মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা গতকাল ২১ অক্টোবর শনিবার ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের ২৯টি শাখার প্রধান ও ৬টি উপশাখার ইনচার্জগণ সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী কুমিল্লা-নোয়াখালী রিজিওনের সব জেলায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ ও আধুুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নির্দেশ দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান জানান।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version