প্রচ্ছদ খেলাধুলা শাহজালালে ‘ওয়াটার ক্যানন স্যালুট’ পাচ্ছেন বাংলাদেশি যুবারা

শাহজালালে ‘ওয়াটার ক্যানন স্যালুট’ পাচ্ছেন বাংলাদেশি যুবারা

0

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে আকবর আলীর দল। এত বড় অর্জনকে ছোটখাটো উদযাপনে থামিয়ে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সে কারণেই বিমানবন্দরে নেয়া হয়েছে ব্যতিক্রমী আয়োজন।

আজ বিকেলে দেশে ফিরেই টাইগার যুবারা পেতে যাচ্ছেন ওয়াটার ক্যানন স্যালুট। ক্রীড়াঙ্গনের কোনো অর্জনে এবারই প্রথম এমন কিছুর নজির গড়তে যাচ্ছে বিসিবি।

সূচি পিছিয়ে বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অনূর্ধ্ব-১৯ দল ও ট্রফি বহনকারী বিমান। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বিমানবন্দরে খুব বেশি সময় ব্যয় করবে না বিসিবি।

ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা পাবেন বাংলাদেশ দল ও কোচিং স্টাফরা। মূলত বিমানবন্দরে কোনো এয়ারলাইন্স ও বিমানের প্রথম ও শেষ যাত্রায় দেয়া হয় ওয়াটার স্যালুট। বিমানের কোনো কর্মকর্তার অবসরের সময়ও দেয়া হয় বিশেষ এই স্যালুট। কিন্তু দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে এমন নজির এটাই প্রথম।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version