অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড,সিঙ্গাপুর এর ১৯তম সাধারন সভা এবং ৩৩তম বোর্ড সভা ১৮ এপ্রিল, ২০২২ ইং তারিখে ওয়ান ফেরার হোটেল এর বল রুম-২ এ বিকাল ৫.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় । উক্ত সাধারন সভা ও বোর্ড সভায়¡ অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখত্ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, অগ্রণী এক্সচেঞ্জ হাউজ ’সিঙ্গাপুর এর সিইও এন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন ম্যানেজার নেছার আহমেদ মিশুক। সভায় অগ্রণী এক্সচেঞ্জ হাউজের একাউন্টস ফার্ম লিংক ম্যানেজমেন্ট,লোকাল অডিট ফার্ম সি সি ইয়াং এন্ড কোং এবং সেক্রেটারিয়েল সার্ভিস প্রোভাইডার ড্রিউ ক্রপ সার্ভিসেস প্রাঃ লিঃ এর প্রতিনিধিগণ এর উপস্থিতিতে কোম্পানীর ২০২১ সালের ব্যবসায়িক অর্জন সংক্রান্ত পর্যালোচনা,বার্ষিক হিসাব বিবরনী অনুমোদন এবং ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও বাজেট পাশ করানো হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান এবং এমডি বৈধ পথে দেশে রেমিট্যান্স আনয়নের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং সহযোগিতার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।