অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের বাৎসরিক পারফরম্যান্স নিয়ে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম এর নেতৃত্বে ২৭শে জানুয়ারি ২০২২ তারিখে ভার্চুয়ালি একটি পর্যালোচনা এবং মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সার্কেল এর অন্তর্গত সকল ব্যবস্থাপক, কর্পোরেট এবং সার্কেল প্রধান ও সম্পৃক্ত অন্যান্য নির্বাহিগণ উপস্থিত ছিলেন , আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম এবং খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন,এফসিএ। ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বিগত বছরের অগ্রণী ব্যাংকের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন, তিনি বলেন জাতীর পিতার প্রদত্তনাম অগ্রনী ব্যাংক অবিরত অগ্রযাত্রায় এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তার সূযগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রির নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির লক্ষে আমরা এগিয়ে যাবো মুজিব শতবর্ষে এই হউক আমাদের অংগিকার। তিনি আরও বলেন ব্যাংকিং সেবাকে জনগনের দোড় গোড়ায় পৌছে দেয়া এবং সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকার জন্য তিনি সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।