প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করার স্বার্থে অগ্রণী ব্যাংক লিমিটেডের Visionery Leader ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম এর দিক নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে চালু করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত Guidelines & Circular এর প্রেক্ষিতে নির্ভুল ও দ্রুততার সাথে সতর্কতা অবলম্বনপুর্বক প্রতিবেদন দাখিলের বিষয়ে আরো বেশি তৎপর হতে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে গত ২১/০৮/২০২০ইং তারিখে “Integrated Supervision System (ISS) reporting” শীর্ষক একটি সময় উপযোগী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভধন ঘোষনা করেন। অগ্রনী ব্যাংক লিমিটেডে এর মহাব্যবস্থাপক, মোঃ মনোয়ার হোসেন, এফসিএ, হেড অব আইসিসি এন্ড সিএফও, ই- চালান সিস্টেমের উপর একটি সেশন পরিচালনা করেন।

ডিজিএম, আইটি এন্ড এমআইএস ডিভিশন (সিআইবি এন্ড এমআইএস) রুবানা পারভীন, গুরুত্বপুর্ন সেশন পরিচালনা করেন।উক্ত কর্মশালায় অত্র ব্যাংকের বিভিন্ন শাখার কর্মরত কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহন করেন। উল্লেখ্য যে, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয় এর উপস্থিতিতে কর্মশালাটি অত্যন্ত প্রানবন্ত হয় এবং অগ্রণী ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে বিভিন্ন প্রতিবেদন প্রদানে আরো বেশি সচেষ্ট হওয়া সহ ব্যাংকের সার্বিক উন্নয়নকে তরান্বিত করার লক্ষ্যে নানারকম দিক নির্দেশনা প্রদান করেন । সুপ্রভা সাঈদ, সহকারী মহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য প্রশিক্ষনটি পরিচালনা করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version