প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে যোগদান করলেন মোঃ মুরশেদুল...

অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে যোগদান করলেন মোঃ মুরশেদুল কবীর

0

অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে যোগদান করলেন জনাব মোঃ মুরশেদুল কবীর। অগ্রণী ব্যাংক লিমিটেড এ যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেড এর উপ- ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক হিসেবে ও দায়িত্ব পালন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

জনাব মোঃ মুরশেদুল কবীর ২৩ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুমেন্ট কমিটি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে জনতা ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময় তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর এ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক ,অঞ্চল প্রধান, বিভাগীয় প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে অক্টোবর মাসে তিনি জনতা ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। ২৭ অক্টোবর, ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক তাঁকে সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়। সোনালী ব্যাংক লিমিটেডে কর্মরত থাকাকালে তিনি হেড অব ক্রেডিট, হেড অব এইচআর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি সিইও এ্যন্ড ম্যানেজিং ডিরেক্টর এর অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

তাঁর দীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সাধারন ব্যাংকিং, তহবিল ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য এবং অর্থায়ন, প্রকল্প অর্থায়ন, শিল্প ঋণ, ক্ষুদ্র ঋণ, ব্যবসা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, কৌশলগত ঝুঁকি ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, পল্লী ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, হোলসেল ব্যাংকিং এবং অপারেশন ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জনাব কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি মানব সম্পদ ব্যবস্থপনাতে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষন কর্মশালা ও সেমিনারে অংশগ্রহন করেছেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version