প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক ঢাকা সার্কেল-২ এর অঞ্চল প্রধানদের সাথে ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল...

অগ্রণী ব্যাংক ঢাকা সার্কেল-২ এর অঞ্চল প্রধানদের সাথে ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম এর ভার্চুয়াল মিটিং

0

কভিড-১৯ এর প্রদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত ক্ষতিগ্রস্থদের আর্থিক প্রণোদনা প্যাকেজ সুবিধা সঠিক ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ২৫ জুলাই ২০২০ একটি ভার্চুয়াল মিটিং করা হয়। উক্ত ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। উক্ত সভায় সভাপতি ও কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মিটিং এ আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ চৌঃ এবং ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, সার্কেল উপ-মহাব্যবস্থাপক রুহিয়া আক্তার, ৫ জন অঞ্চল প্রধান এবং ৭৭ জন শাখা ব্যবস্থাপকগন।
প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন বিষয়ে মিটিং এ উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ চৌঃ, মহাব্যাবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, এফসিএ (সি এফ ও এবং হেড অফ আই সি সি), মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম সার্কেল মহাব্যবস্থাপক, অঞ্চল প্রধান এবং শাখা প্রধানদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষতিগ্রস্থদের প্রণোদনা প্যাকেজ দ্রুততম সময়ের মধ্যে সঠিক ভাবে বিতরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে এস এম ই খাতে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িরা যাতে সঠিক ভাবে প্রনোদনা গ্রহন করতে পারে সে বিষয় খেয়াল রাখার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version