প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0
অগ্রণী ব্যাংক

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৮৪ ও ৮৫তম ব্যাচের ৩০ দিনব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ৬ জুলাই ২০২৪ (শনিবার) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় প্রধান অতিথি মো. মুরশেদুল কবীর প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version