প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেকনোলোজি অপোর নতুন ফোন ‘এ ওয়ান ফাইভ এস’ এখন বাংলাদেশের বাজারে

অপোর নতুন ফোন ‘এ ওয়ান ফাইভ এস’ এখন বাংলাদেশের বাজারে

0

বাংলাদেশের বাজারে এসেছে অপো মোবাইল ফোন কোম্পানির নতুন মডেলের ফোন সেট ‘এ ওয়ান ফাইভ এস’। গতকাল বৃহস্পতিবার অপো বাংলাদেশ তাদের নতুন মডেলের এই ফোনটি বাজারজাত করে।

অপো ‘এ ওয়ান ফাইভ এস’ ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ মোট তিনটি ক্যামেরা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম সমৃদ্ধ এই ফোনটি গেমিং এবং ভ্রমনযাত্রাকেও উত্তেজনাময় করতে সহায়ক হবে বলেও দাবি অপো বাংলাদেশের। পাশাপাশি ব্যাক ফিঙ্গারপ্রিন্ট ও এ আই ফেসিয়াল আনলক প্রযুক্তি গ্রাহকদের আগের চেয়ে আরো বেশি সুরক্ষা দেবে বলেও জানান তারা।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version