বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া জীবন চিন্তা করা প্রায়ই অসম্ভব। আর এই আধুনিক যুগে এসেও মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে রয়েছে নানা ধরনের বিধি নিষেধ।
এরূপ ঘটনা ঘটেছে ভারতে, ভারতের গুজরাটে ১২টি গ্রামে অবিবাহিত মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্যবহার করলে জরিমানা গুনতে হবে মেয়ের বাবাকে, এরকমই একটি নির্দেশ জারি করেছে ওই রাজ্যের বানাসকান্থার দান্তিওয়াড়ায় থাকোর সম্প্রদায়। সম্প্রতি জালোল গ্রামে একটি সভা ডেকে এ নির্দেশ জারি করেছে।
নির্দেশে বলা হয়েছে, কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তার বাবাকে দেড় লাখ রুপি জরিমানা দিতে হবে। এছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা বহু টাকার বাজি পোড়ানোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। কোনো মেয়ে অন্য গোত্রের ছেলে বিয়ে করলে দেড় লাখ ও কোনো ছেলে অন্য গোত্রের মেয়ে বিয়ে করলে দুই লাখ রুপি জরিমানা দিতে হবে।