প্রচ্ছদ লাইফ স্টাইল আইফোন-থার্টিন উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

আইফোন-থার্টিন উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

0
আইফোন-১৩

আইফোন-থার্টিন উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বিশ্বব্যাপী ইলেকট্রনিক চিপ সংকটের কারণে। সংকটের কারণে এক কোটি আইফোন-১৩ কম উৎপাদন করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এ খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপলের শেয়ারের দর পড়ে যায়।

নতুন কিছু চমক নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন-১৩ বাজারে আসে। এরপর থেকে বিশ্বব্যাপী আইফোন-১৩ এর বিভিন্ন মডেল কেনার হিড়িক পড়ে বিশ্ববাজারে। কিন্তু মাসখানেক যেতেই আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো অ্যাপল।

প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বব্যাপী ইলেকট্রনিক চিপ সংকটের কারণে কমানো হচ্ছে আইফোন-১৩ উৎপাদন। এ বছরের শেষ নাগাদ ৯ কোটি আইফোন-১৩ উৎপাদনের কথা ছিল প্রতিষ্ঠানটির। তবে চিপ সংকটের কারণে এখন এক কোটি কম উৎপাদন হবে। এ খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপলের শেয়ারের দর পড়ে যায় এক দশমিক ২ শতাংশ।

আইফোন-১৩ তে দ্রুতগতির ‘এ ১৫ বায়োনিক’ চিপ ব্যবহার করা হয়েছে। আর এই চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত চিপ দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিতে হলো অ্যাপলকে। এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল।

তবে গত জুলাই মাসেই অ্যাপল পূর্বাভাস দিয়েছিল, বৈশ্বিক চিপ ঘাটতির কারণে কমে আসতে পারে মুনাফা। চিপ ঘাটতির ভুক্তভোগী হয়েছে অ্যাপলের ম্যাক কম্পিউটার এবং আইপ্যাড উৎপাদন প্রক্রিয়াও।

তবে বাজার বিশ্লেষক কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলছেন, উৎপাদন কমানো অ্যাপলের স্বাভাবিক ব্যবসা কৌশলের অংশ হতে পারে। এখন পর্যন্ত বিক্রির হিসেবে আইফোন ১২’র চেয়ে এগিয়েই আছে আইফোন ১৩। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে নির্মাণ কারখানাগুলোতে সাধারণত প্রয়োজনের চেয়ে বেশি ডিভাইসের অর্ডার করে অ্যাপল।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version