প্রচ্ছদ শিল্প বানিজ্য আমদানী-রপ্তানি আখাউড়া স্থলবন্দরে ৯ দিন পর পুনারায় পণ্য রফতানি শুরু

আখাউড়া স্থলবন্দরে ৯ দিন পর পুনারায় পণ্য রফতানি শুরু

0

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ায় ৯ দিন বন্ধ ছিল আখাউড়া স্থলবন্দর। মঙ্গলবার সকাল থেকে বন্দরের কার্যক্রম চালু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আমদানি-রফতানিকারক অ্যাসাসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি বলেন, বিএসএফের ছয় সদস্য ও দু’জন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত হওয়ার জেরে ৭ জুন থেকে বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য নেয়া বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। এরপর আগরতলা কস্টমস ও ইমিগ্রেশনের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে তারা করোনা টেস্ট করায়। করোনায় পরীক্ষায় অন্যদের নেগেটিভ ফল আসায় মঙ্গলবার সকাল থেকে সীমিত পরিসরে পণ্য আমদানি শুরু করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এখন থেকে প্রতিদিন সীমিত পরিসরে ৪০ ট্রাক পণ্য আগরতলা যাবে। মঙ্গলবার সকালে আগে থেকে আটকে পড়া ১০ ট্রাক বিভিন্ন মালামাল ভারতে প্রবেশ করেছে বলেও জানান শফিকুল ইসলাম।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version