প্রচ্ছদ বিশেষ খবর আগামী ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকাদান সম্পন্ন হবে : স্বাস্থ্যমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকাদান সম্পন্ন হবে : স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্যমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যে বুস্টার ডোজসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী সবার করোনাভাইরাসের টিকাদান সম্পন্ন হবে, বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনার টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে।’ সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৭০ শতাংশ মানুষের টিকাদান সম্পন্ন হয়েছে। টার্গেটেড পিপলের মধ্যে ৮২ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। এর মধ্যে ১০ কোটি প্রথম ডোজ ও প্রায় সাত কোটি দ্বিতীয় ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পাওয়া গেছে। আমাদের হাতে ১০ কোটির মতো টিকা আছে।’

এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘শতভাগ টিকা দিতে না পারলে কিছু টিকা রয়ে যেতে পারে। সেগুলো কী করব, পরে সিদ্ধান্ত হবে। সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে, সেটা নিতে হবে। হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। টিকা নেওয়ার কারণে আমাদের দেশে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় সেভাবে বাড়েনি।’

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version