প্রচ্ছদ বিশেষ খবর আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে একাদশে ভর্তি শুরু

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে একাদশে ভর্তি শুরু

0
একাদশে ভর্তি

আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নির্বাচিত শিক্ষার্থীদের একাদশে ভর্তি শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের একাদশে ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত।

আরও পড়ুন : একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ ধাপের নির্বাচিতদের ফল প্রকাশ

অপর এক আদেশে বলা হয়, শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো। একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে কলেজগুলো গ্রহণ করবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version