আজ রবিবার টঙ্গীর তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে। সকাল ১১ টার পর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ।
ইজতেমা ময়দানে ইতোমধ্যেই মুসল্লিরা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে ইজতেমা আয়োজন কমিটি। ফজর নামাজের পর থেকে লাখো মুসল্লির কণ্ঠে ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে তুরাগ নদের তীর।
এদিকে, ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমার ময়দানসহ এর আশেপাশে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় আজ ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে হেঁটে রওনা হয়েছেন।
ইজতেমার প্রথম পর্বে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, চাঁদ, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, খিরকিজস্তান, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, কেনিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে।