প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম আজ থেকে ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আজ থেকে ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

0

করোনাভাইরাস সংক্রমণে বন্ধ থাকার পর রবিবার (১২ জুলাই) থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। শনিবার (১১ জুলাই) ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সব ধরনের স্বাস্থবিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে বরিশালে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। একইভাবে ফ্লাইটটি প্রতিদিন বরিশাল থেকে বিকাল ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালে নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউএস-বাংলায় অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। তাদের অভ্যন্তরীণ রুটে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই ঢাকা থেকে কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা প্রত্যাশা করছে ইউএস-বাংলা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version