আজ বৃহস্পতিবার থেকে ৪ দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চারদিন দেশের ব্যাংকে লেনদেন করতে পারবেন না গ্রাহক। এই চারদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না।
বৃহস্পতিবার ১ জুলাই ব্যাংক হলিডে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং লকডাউনের কারণে রোববার ছুটি ঘোষণা করায় একটানা চার দিন ব্যাংক বন্ধ থাকছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক রোববার ছুটি ঘোষণা করেছে। তবে, এসময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেছেন, ‘প্রতি অর্থ বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে। ’