প্রচ্ছদ বিশেষ খবর আজ বিশ্ব কিডনি দিবস

আজ বিশ্ব কিডনি দিবস

0

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়।এবার দিবসটির প্রতিপাদ্য হলো- ‘সুস্থ কিডনি, সর্বত্র সবার জন্য’।

দিনটি উপলক্ষে নানা হাসপাতালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান-দপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এ রোগে আক্রান্তদের একসময় সম্পূর্ণ কিডনি বিকল হয়ে যায়। তখন ডায়ালাইসিস বা কিডনি সংযোজন ছাড়া বাঁচার উপায় থাকে না। এ দুটো চিকিৎসা পদ্ধতিই অত্যন্ত ব্যয়বহুল। অথচ বিশ্বের অনেক দেশেই মানসম্মত কিডনি রোগ চিকিৎসার ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে আজ ১২ মার্চ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস-২০২০। মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘সুস্থ কিডনি সবার জন্য সর্বত্র’।

দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, ক্যাম্পাস, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে গতকাল বুধবার বাংলাদেশ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহিদ ডা. মিলন হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পাস) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version