আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত ৯ মার্চ ২০২৫ প্রধান কার্যালয়ে নারী কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় কর্মরত ব্যাংকের নারী শাখা ব্যাবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক নারী সহকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, অসীম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন।