প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম আফগানিস্তানে ৮৩ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আফগানিস্তানে ৮৩ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

0

আফগানিস্তানে ৮৩ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে দেশটির তালিবান নিয়নন্ত্রিত দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

উড্ডয়নের পর ঘাঞ্জি প্রদেশের ওই পাহাড়ি এলাকায় আরিয়ানা আফগান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৪০০ বিধ্বস্ত হয়।

দেশটির গজনি প্রদেশের দে আক জেলায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। ওই প্রদেশের এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

বোয়িং-৭৩৭-৪০০ মডেলের এ বিমানটি আফগানিস্তানের আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। বিমানটিতে ৮৩ জন আরোহী রয়েছেন বলে জানানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম। তবে সোমবারের ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version