দেশের বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। চলতি মাসে তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানো হচ্ছে। ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো সিদ্ধান্ত হয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে প্রতি ভরি ৫৬ হাজার ৮৬২ টাকা। তবে রুপার দাম ভরিতে কমছে ২৩৪ টাকা।
গতকাল রোববার রাতে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।
আজ (সোমবার) থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হবে ২৯ হাজার ১৬০ টাকা। তবে রুপার দামে কমে ভরি হবে ৯৩৩ টাকা।
এর আগে রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৫ হাজার ৬৯৬ টাকা, ২১ ক্যারেট ৫৩ হাজার ৩৬৩ টাকা, ১৮ ক্যারেট ৪৮ হাজার ৩৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৭ হাজার ৯৯৪ টাকায় বিক্রি হয়েছে।
জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমিতির কার্যনির্বাহী কমিটি স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।