অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংকের “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২২-২৩)” সম্প্রতি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব রুখসানা হাসিন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।