বাংলাদেশ থেকে ইতালিতে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরো এক মাস বেড়েছে। গত ৩১ জুলাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতালি ওই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে আগামী ৭ আগস্ট থেকে শর্তসাপেক্ষে ‘রি-এন্ট্রির’ সুযোগ দিয়েছে জাপান। ফলে জাপানে এর আগে ছিলেন এমন বাংলাদেশি ও বিদেশিরা সে দেশে ফিরতে পারবেন। বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও পেরু থেকে ফিরতে হলে জাপানের উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করে কভিড-১৯ নেগেটিভ সনদ ও জাপানে ‘রি-এন্ট্রির’ জন্য ডকুমেন্ট দাখিল করার প্রমাণপত্র জমা দিতে হবে। জাপানে প্রবেশের আগের ১৪ দিন বাংলাদেশসহ উল্লিখিত চার দেশে অবস্থানকারী জাপানিজ ছাড়া সবার জন্যই এই শর্ত প্রযোজ্য হবে।