প্রচ্ছদ শিল্প বানিজ্য আমদানী-রপ্তানি ঈদুল ফিতর উপলক্ষে হিলিতে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদুল ফিতর উপলক্ষে হিলিতে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

0
আমদানি-রপ্তানি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ছয়দিন বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

সোমবার (২৫ এপ্রিল) হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর হতে পারে। এ কারণে ১ মে থেকে ৫ মে পর্যন্ত বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এমনিতেই বন্দর বন্ধ থাকবে। ৭ মে পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্য দিন কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে। এছাড়া কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলা থাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার হতে পারবেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version