প্রচ্ছদ শিল্প বানিজ্য আমদানী-রপ্তানি ঈদের ছুটিতে বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

ঈদের ছুটিতে বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

0
আমদানি-রফতানি

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী ৩ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১০ মে) বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে শনিবার (১৪ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী রোববার (১৬ মে) সকাল থেকে পূর্বের ন্যায় এপথে আমদানি-রফতানিসহ কাস্টমসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।

এদিকে পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার (১০ মে) বন্ধ রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি (অপারেশন) আজিজুল হক বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version