প্রচ্ছদ পুঁজিবাজার উভয় পুঁজিবাজারেই সূচকের উস্ফলন

উভয় পুঁজিবাজারেই সূচকের উস্ফলন

0

আজ মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উস্ফলনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ১৪৮ পয়েন্ট বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৫১ পয়েন্ট বা ২ শতাংশ। তবে উভয় বাজারেই আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।

প্রসঙ্গত, গত রোববার ও সোমবার পুঁজিবাজারে তীব্র দরপতন হয়। গত দুই দিনে ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ৩৭৬.৪২ পয়েন্ট। এর মধ্যে সবচেয়ে বড় দরপতন হয় গতকাল সোমবার, যেখানে একদিনেই ডিএসই সূচক ২৮০ পয়েন্ট নিচে নেমে যায়।

বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট, আর ডিএসই শরীয়াহ সূচক ৪৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ টাকার অংকে ৩২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৭১ কোটি ১ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৯৯ কোটি ৩৫ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৩টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬৮০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version