প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি’র দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃতি...

এমটিবি’র দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃতি অর্জন

0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি তাদের ২০২০ সালের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে বিবেচিত হয়েছে। দশটি ব্যাংক ও পাঁচটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তাদের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটি তালিকা প্রস্তুত করে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করে। টেকসই অর্থায়ন, সবুজ পুনঃ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম ও মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা – এই চার সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো রেটিংটি প্রণয়ন করেছে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন – ‘দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি অর্জন আমাদের জন্য ব্যাপক উৎসাহ ও পরিতৃপ্তির উৎস হিসেবে কাজ করবে। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে, আমরা পরিবেশ-বান্ধব প্রকল্পে অর্থায়ন ও সবুজ অর্থায়নে উৎসাহিত করে থাকি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ক্ষেত্রে আমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য বিভিন্ন সিএসআর খাতসমূহ সহ মূলত শিক্ষা, স্বাস্থ্য ও দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করে থাকি।’ শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version