‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (আইডিপিডি) ২০২৪’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সাথে যৌথ উদ্যোগে এই বছরের থিম – ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ উদযাপন করেছে। সাভারের সিডিডি প্রাঙ্গনে এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও সহযোগী, গোলাম রাব্বানী এবং সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর নির্বাহী পরিচালক, এএইচএম নোমান খান ও সহকারী সমন্বয়কারী, গোপাল চন্দ্র সাহার উপস্থিতিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ডিভাইস বিতরণ। তাদের অন্তর্ভুক্তি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি সচেতনতা সেশনের মাধ্যমে প্রতিবন্ধীরা যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় তা নিয়ে আলোচনা করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।