প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ফাউন্ডেশন সাইফ উদ্দিন আহমদ চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রামের বৃত্তি বিতরণ অনুষ্ঠানের...

এমটিবি ফাউন্ডেশন সাইফ উদ্দিন আহমদ চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রামের বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন

0

এমটিবি ফাউন্ডেশনের জন্য শিক্ষা সবসময়ই একটি অগ্রাধিকার খাত। এমটিবি ফাউন্ডেশন বিশ্বাস করে, শিক্ষা মানুষকে ক্ষমতায়ন করে জীবনমানে পরিবর্তন আনে এবং প্রকৌশলীরা মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের স্বনামধন্য প্রকৌশলী, প্রয়াত সাইফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক-এর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একাডেমিক কাউন্সিল ভবনে সাইফ উদ্দিন আহমদ চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম-এর বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রোগ্রাম-এর আওতায় বুয়েট-এর বারোটি (১২) বিভাগের তেত্রিশ (৩৩) জন যোগ্য শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট-এর উপাচার্য, অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর পরিচালক ও এমটিবি বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির (বিআরএমসি) চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী । অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিডেড (এমটিবি)-এর ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক। এছাড়াও এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুয়েট-এর ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক, অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইসিসি, গৌতম প্রসাদ দাস ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version