প্রচ্ছদ শিল্প বানিজ্য পোশাক শিল্প কঠোর লকডাউনেও পোশাক কারখানা খোলা রাখতে চায় মালিকদের সংগঠন

কঠোর লকডাউনেও পোশাক কারখানা খোলা রাখতে চায় মালিকদের সংগঠন

0

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে দেশ কঠোর লকডাউনে যাচ্ছে। এসময় অফিস ও যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ইএবি।

রোববার (১১ এপ্রিল) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানানো হবে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিজিএমইর নতুন সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, তিনটি কারণে আমরা সরকারের কাছে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরে রোববার বিজিএমইএর পক্ষ থেকে চিঠি দেওয়া হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version