প্রচ্ছদ বিশেষ খবর করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল

0
করোনা ভাইরাসে

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৭৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪০ জন।  করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।

সিএনএন হেলথের তথ্যানুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে অন্তত ৫০২ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে দেশটির হাওয়াই ও ওয়াইওমিং অঙ্গরাজ্য থেকে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। বাকি সব অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, এখানে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে হাজার পার হয়েছে।

সিএনএনের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩১৮ জন বাসিন্দা ‘স্টে অ্যাট হোম’ নির্দেশের আওতায় ঘরবন্দি ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version